মাসে ১/ ২লক্ষ টাকা ইনকাম করুন কালো মুরগি কিংবা করকনাথ মুরগি পালন করে।



কালো মুরগির গুন অধীক,এই মুরগি বিভিন্ন রোগ 
প্রতিরোধে খুবই  উপকারী।
এই মুরগির মাংস আপনার ক্যান্সার কোলেস্টেরল ডায়াবেটিস বিভিন্ন রোগের উপকারিতা করে।
এবং এই মুরগির ডিমের থেকে আপনার চোখের দৃষ্টি ও আরো বিভিন্ন উপকারিতার কাজ করে।

এবার আসুন জেনে নিই এই মুরগি চাষ করে কেমন লাভ হবে।
---------------------------------------------------------------
 আপাদের কে  যানিয়ে রাখি  এই মুরগি সাধারন পল্টি মুরগির মতন হয় না এই মুরগির অনেক দাম হয়ে থাকে ১কেজি মাংস এর দাম ৫০০-১০০০ টাকা হয়ে থাকে।

একটা ডিমের দাম ২০ টাকা পর্যন্ত হয়ে থাকে,
এই মুরগিরা সাধারণত পল্টি মুরগির মতনই চাষ করা হয় এবং ওদের মতন খাদ্য-খাবার লাগে।

কালো মুরগি সাধারণত আড়াই মাসে এক থেকে দেড় কেজি ওয়েট হয়ে যায়।আপনি যদি মাংসের জন্য চাষ করে থাকেন তাহলে ২থেকে আড়াই মাস আর যদি ডিম এর জন্য করেন তাহলে চার মাস থেকে ডিম দেবে।

আপনি যদি 200 মুরগির চাষ করেন তাহলে আপনার  প্রায়ই  300 থেকে 350 কেজি মাংস চলে আসবে আড়াই মাস তাহলে  একবার হিসাব করে নিন 
$₹ 350×500=17500 টাকা $₹
আপনি যদি ডিমের জন্য করে থাকেন তাহলে আপনি 200 টা মুরগিতে 80 থেকে 90 টা ডিম পেয়ে যাবেন।
90×20=1800 টাকা প্রতি দিন।
200 মুরগিতে খরচ হবে 30 থেকে 40 হাজার টাকা


(আপনি মুরগির বাচ্চা পেয়ে যাবেন নদীয়ার শান্তিপুরে)
মোবাইল নম্বর -9126550751 যাবতিয় তথ‍্য ওনার কাছ থেকে পেয়ে যাবেন।
                    


                      

Comments